বলিউডের অন্যতম সেরা জুটি রণভীর-দীপিকা(Ranveer Singh is in Lusail Stadium)। এবার বিশ্বকাপের মঞ্চে মেসি-এমবাপেদের পাশাপাশি কিছুটা স্পটলাইট কেড়ে নিলেন তাঁরাও। রবিবার রাতের লুসেইল স্টেডিয়ামে খেলা দেখার ফাঁকেই আবেগঘন মুহূর্তে ধরা পড়েন 'রণ-দীপ'। সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা গিয়েছে, স্ত্রী দীপিকাকে পিছন থেকে জড়িয়ে রেখেছিলেন রণভীর সিং(Ranveer-Deepika)।
কাতার বিশ্বকাপের ট্রফি উদ্বোধনের জন্য আগেই দেশ ছাড়েন দীপিকা পাড়ুকোন(Deepika Padukone is in Lusail Stadium)। উল্লেখ্য, তিনিই প্রথম ভারতীয় নারী, যিনি এই বিশেষ সম্মান পেলেন। এদিকে, রবিবার সকালে কাতার পৌঁছন রণভীরও। ফাইনাল ম্যাচের সময় তাঁরা একসঙ্গে ধরা পড়েন লুসেইল স্টেডিয়ামে(Lusail Stadium)। এরপরেই দীপিকার বিশ্বকাপ উন্মোচনের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় রণভীর(Ranveer Singh) লেখেন, 'আসল ট্রফি তো আমার কাছে।'
আরও পড়ুন-
ম্যাচের বয়স যত বাড়ে, ততই চাপে পড়ে যান বলিউডের এই পাওয়ারফুল কাপল। টেনশনে একে অন্যকে রীতিমতো জড়িয়ে ধরেন 'রণ-দীপ'। পেনাল্টিতে প্রিয় দল জিততেই দীপিকাকে(Deepika Padukone) আদরে-ভালবাসায় ভরিয়ে দেন রণভীর(Ranveer Singh)।