বর্তমান যুগে অধিকাংশ মানুষ মনের অসুখে ভুগছেন । তারকা থেকে সাধারণ মানুষ, মনের রোগের (Mental Health) শিকার অনেকেই । বলিউড ডিভা দীপিকা পাডুকোণও একটা সময় মানসিক অবসাদে ভুগেছেন । এই নিয়ে বরাবর 'ভোকাল' ছিলেন দীপিকা (Deepika Padukone) । বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস (Worl Health Day) উপলক্ষে আবারও শোনালেন তাঁর কঠিন সময়ের কথা ।
সম্প্রতি,প্যারিস ফ্যাশন উইক থেকে ফিরেছেন দীপিকা । তারপর তামিলনাড়ুতে মানসিক স্বাস্থ্য নিয়ে এক প্রোগ্রামে তাঁর কঠিন সময়ের কথা স্মরণ করেছেন । মনের যে অসুখ করেছে,সে কথা বুঝতেই তো সময় লেগে যায় অনেক । দীপিকাও বুঝতে পারেননি । কিন্তু, তাঁর মা কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন । এক সংবাদসংস্থার খবর অনুযায়ী, দীপিকা এখনও ভেবে আতঙ্কে থাকেন যে, তাঁর মা যদি সেইসময় লক্ষণগুলি
সনাক্ত না করতেন, তাহলে এখন তিনি কোন অবস্থায় থাকতেন ।
আরও পড়ুন, World Mental health Day 2022:'মন ভাল নেই'? শরীরের মতোই মনের স্বাস্থ্যের দিকেও নজর দিন
দীপিকা জানিয়েছেন, তাঁর মা তাঁকে কিছু প্রশ্ন করেছিলেন । তারপরই মেয়ের মানসিক অসুস্থতার বিষয়টি আন্দাজ করেছিলেন অভিনেত্রীর মা । দীপিকার ওই কঠিন সময়ে সবসময় পাশে ছিলেন তাঁর মা । চিকিৎসকের সঙ্গে কথা বলে তাঁর পরামর্শ নেওয়া, সবক্ষেত্রেই মাকে ভীষণভাবে কাছে পেয়েছিলেন দীপিকা । উল্লেখ্য, ২০১৫ সালে প্রথম মানসিক অবসাদ নিয়ে মুখ খোলেন দীপিকা পাডুকোণ ।
'ব্রহ্মাস্ত্র'-এ ক্যামিও রোলে দেখা গিয়েছে দীপিকাকে । ২০২৩ সালে শাহরুখের বিপরীতে 'পাঠান' সিনেমায় দেখা যাবে দীপিকাকে ।