ন্যুড ফটোশুটে ইতিমধ্যেই রণবীর সিং (Ranveer Singh) ঝড় তুলেছেন নেটদুনিয়ায় । ছবি প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা । সমালোচনাও কম হয়নি । যদিও,তা গায়ে মাখছেন না রণবীর সিং (Nude Photoshoot of Ranveer Singh) । তবে, স্বামীকে এভাবে দেখে কী প্রতিক্রিয়া দীপিকার ?
মুম্বই সংবাদ সংস্থা সূত্রে খবর, রণবীরের শুট সম্পর্কে আগের থেকেই জানতেন দীপিকা (Deepika Padukone) । রণবীর বরাবরই ছক ভাঙা । সে সিনেমার চরিত্র হোক বা ফ্যাশন স্টেটমেন্ট । তাই রণবীরের এই পদক্ষেপে খুব একটা আশ্চর্য হননি অভিনেত্রী (Deepika Padukone on nude photoshoot of Ranveer Singh) । বলিউড বলছে, স্বামীকে এভাবে দেখে অভিভূত নায়ক-পত্নী ।
আরও পড়ুন, National Film Awards: ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত, সেরা অভিনেতা অজয় দেবগন
সম্প্রতি পেপার ম্যাগাজিনের (Paper Magazine) জন্য ফটোশুট করেছেন রণবীর । সেই ছবিই নেটদুনিয়ায় ভাইরাল হয় সম্প্রতি । গায়ে এক ইঞ্চি সুতো না রেখে ফটোশুট করেছেন রনবীর । ঝড় তোলা সেই ফটোশুট নিয়ে অকপট রনবীর । তিনি বলেছেন,এই ফটোশুট করতে তাঁর বিন্দু মাত্র অস্বস্তি হয়নি। শুধু শারীরিক ভাবে নয়, গোটা নিজেকেই তিনি নগ্ন করে হাজার মানুষের সামনে মেলে ধরার সাহস রাখেন, জানিয়েছেন বলি তারকা ।
অন্যদিকে, রণবীরের ছবি প্রকাশ্যে আসার পরই ক্ষোভ উগড়ে দেন মিমি চক্রবর্তী । তাঁর প্রশ্ন, ছেলে আর মেয়েদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এত আলাদা কেন? অভিনেত্রী বলেছেন, 'পুরুষের বদলে ওই একই কাজ কোনও মহিলা করলে তার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে। নারী স্বাধীনতা নিয়ে, লিঙ্গ সাম্য নিয়ে এত যে গলা ফাটানো হচ্ছে, কোথায় সে সব।'