প্রেম তো ভেঙেছে কবেই, কেটে গিয়েছে মাঝে ১০ টা বছর। দুজনেই নতুন সংসারও পেতেছেন। কিন্তু বন্ধুত্বটা থেকেই গিয়েছে রনবীর-দীপিকার। পিঠের ট্যাটু মুছেছেন দীপিকা। কিন্তু ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। এর এক দশক পূর্তির উদযাপনে একগাল হাসি নিয়েই ছবি পোস্ট করলেন দীপিকা। রনবীরের হাত রেখে হাসিতে গড়িয়ে পড়লেন দীপিকা। সঙ্গে ছিলেন আদিত্য রায় কাপুর ও কল্কি সহ অনেকেই। প্রেমে পড়তে শিখিয়েছিল বানি এবং নয়না, রিয়েল লাইফে প্রেম না টিকলেও। রিলের সেই প্রেম আজও চিরন্তন।
ছবির দশক পূর্তির উদযাপনে একটি পার্টির আয়োজন করেছিলেন প্রযোজক করণ জোহর। সেখানেই এক হয়েছিলেন সকলে। সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দীপিকা লিখলেন যেন নিজের কথাই , “স্মৃতি আসলে একটি মিষ্টির বাক্সের মতো। একবার খুললে তা আর বন্ধ করা যায় না– নয়না তলোয়ার।” ছবি দেখে চোখ জুড়িয়েছে দর্শকদের।