বরাবর নিজের সিনেমায় ঝুঁকিপূর্ণ স্টান্ট নিজে করতেই পছন্দ করেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোণ (Deepika Padukone) । এটা সবারই প্রায় জানা । এবার আরও একবার সেই প্রমাণ দিতে চলেছেন অভিনেত্রী ।
শোনা যাচ্ছে, সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ (Pathan) সিনেমায় নিজে স্টান্ট করার আরেকটি সুযোগ পেয়েছেন দীপিকা । তিনি বডি ডাবলস ছাড়াই শুটিং করবেন বলে খবর ।
কেরিয়ারের প্রথম দিকে দীপিকা তাঁর 'চাঁদনি চক টু চায়না' (Chandni Chawk to China) সিনেমায় দেখিয়েছিলেন কিছু মার্শাল আর্ট । ২০০৯ সালের এই সিনেমায় এমন কিছু দৃশ্য ছিল, যা খুব বিপজ্জনক বলে মনে করা হয়েছিল । কিন্তু, দীপিকা বডি ডাবল এবং ওয়্যারিংগুলো ছাড়াই স্টান্ট করেছিলেন । অভিনেত্রী নিজেই এগুলি সরিয়ে দেওয়ার জন্য জোর করেছিলেন ।
আরও পড়ুন, Shahid Kapoor: শাহিদ-মীরার সম্পর্কে ফাটল! প্রকাশ্যে আনলেন অভিনেতা নিজেই
তাছাড়া, কোচাদাইয়ান (Kochadaiyaan) সিনেমাতেও নিজেকে প্রমাণ করেছিলেন দীপিকা । এই সিনেমায় তাঁর ১০ মিনিটের স্টান্টটির কোরিওগ্রাফ করেছিলেন পিটার হেইন (Peter Hein) । দীপিকা আরও একবার পর্দায় তাঁর অ্যাথলেটিক দক্ষতা দেখানোর জন্য তৈরি ।
পাঠান (Pathan) সিনেমায় শাহরুখ খানও কিছু ঝুকিপূর্ণ অ্যাকশন করছেন । দীপিকা ও শাহরুখকে (Shah Rukh Khan) ফের একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁদের অনুরাগীরা ।