Ranbir-Alia Wedding : বিয়ের পোশাকে আলিয়ার পছন্দ সব্যসাচীই, কেমন ছিল বর-কনের সাজগোজ ? জেনে নিন...

Updated : Apr 15, 2022 09:17
|
Editorji News Desk

নতুন পথ চলা শুরু হল রণবীর-আলিয়ার (Ranbir-Alia Wedding) । বৃহস্পতিবার বিকেলেই চার হাত এক হয়েছে তাঁদের । এখন তাঁরা অফিসিয়ালি ‘মিস্টার অ্যান্ড মিসেস কাপুর’। পাঁচ তারা হোটেল বা কোনও ওয়েডিং ডেস্টিনেশন নয়, পাঁচ বছর ধরে যে বাড়ির বারান্দায় তাঁদের প্রেম একটু একটু করে আরও গভীর হয়েছে, সেখানেই বিয়ে করেছেন দুজনে । অন্যান্য বলিউডি হাই প্রোফাইল বিয়ের থেকে সম্পূর্ণ আলাদা । শুধু ভেন্যু নয়, চমক ছিল বর-কনের সাজ-পোশাকেও (Wedding Attire) ।

বিয়ের দিন আলিয়া কী পরবেন, কেমনভাবে সাজবেন, এ নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল কিছু কম ছিল না । বলিউডের হাই-প্রোফাইল বিয়ে, আর বর-কনে সব্যসাচীর (Sabyasachi Mukherjee) পোশাকে সাজবে না, তা কখনও হয় ? বিয়ের পোশাকের ক্ষেত্রে বলিউড তারকাদের প্রথম পছন্দ সব্যসাচীই । কিন্তু, সব্যসাচীর অন্য বলিউডি কনের চেয়ে আলিয়ার সাজ ছিল সম্পূর্ণ আলাদা । ছিমছাম অথচ আভিজাত্যপূর্ণ । শুধু তাই নয়, খেয়াল করেছেন, আলিয়া কিন্তু বিয়েতে লাল, গোলাপি, কমলা রঙের লেহঙ্গা পরেননি । বদলে আইভরি রঙের শাড়ি (Saree) পরেছিলেন । সব্যসাচী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বর-কনের ছবি শেয়ার করে তাঁদের পোশাকের বর্ণনাও দিয়েছেন ।

আরও পড়ুন, Ranbir-Alia Wedding Photo: নতুন রূপকথার শুরু, বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন রণবীর- আলিয়া
 

সব্যসাচী জানিয়েছেন, বিয়ের জন্য আলিয়া বেছে নিয়েছেন হাতে রং করা আইভরি রঙের অরগ্যাঞ্জা শাড়ি । মাথায় ছিল হাতে তৈরি টিস্যু ওড়না । সব্যসাচীর ডিজাইন করা হীরে ও মুক্তোর গয়না দিয়ে নিজেকে সাজিয়েছিলেন আলিয়া । অন্যদিকে, রণবীর পরেছিলেন এমব্রয়ডারি করা সিল্কের শেরওয়ানি এবং জরির কাজ করা সিল্কের অরগ্যাঞ্জা শাল । এদিন, রণবীরও সব্যসাচীর ডিজাইন করা হিরে এবং মুক্তো বসানো গয়না পরেছিলেন । বরমালাতেও ছিল অভিনবত্ব ।

বিয়ের পরপরই সোশ্যাল মিডিয়ায় রণবীরের সঙ্গে বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন আলিয়া । একেবারে মন কেড়ে নেওয়া ছবি । ছবিতে কোথাও হাতে হাত রেখে নতুন জীবন একসঙ্গে শুরু করার অঙ্গীকার করছেন নবদম্পতি, কোথাও আবার ঠোঁটে ঠোঁট রেখে ভালবাসার চুম্বন এঁকে দিয়েছেন । বিয়ের পর সাংবাদিকদেরও মুখোমুখি হয়েছিলেন রণবীর-আলিয়া । সেখানেই সদ্য বিয়ে করা বউকে কোলে তুলে নিয়েছিলেন তিনি ।

গত কয়েকদিন ধরেই রণলিয়ার বিয়ে নিয়ে চলছিল তুমুল জল্পনা। বিশেষ করে বিয়ের তারিখ নিয়ে বাড়ছিল জল্পনা। এই বিষয়ে মুখে কুলুপ আঁটে কাপুর পরিবার। বিয়ের তারিখ অবশেষে প্রকাশ করে আলিয়ার পরিবার। অভিনেত্রীর কাকা রবিন ভাট প্রথমে জানান, রণবীর-আলিয়ার বিয়ে হবে ১৪ এপ্রিল । তারপরেও চলে নানা গুঞ্জন। সেই গুঞ্জনে জল ঢেলেই শুরু হল তাঁদের নতুন সংসার।

Alia BhattSabyasachiRanbir KapoorRanbir Alia Marriage

Recommended For You

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন