তাঁদের নতুন ছবি 'কাছের মানুষ'-ই কী আবার কাছে টেনে আনল প্রসেনজিৎ আর দেবকে। নন্দনে দেব এবং প্রসেনজিৎকে একসঙ্গে দেখে একথাই ভাবছেন দুই সুপারস্টারের ভক্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দনে হাসিমুখে ধরা দিলেন দুই নায়ক। দু’জনের পোশাকেই রংমিলান্তি। ছবির প্রচার-ঝলক অনুষ্ঠানে সাদা জামা আর নীল জিন্স পড়েছিলেন দুই তারকা।
উল্লেখ্য, ২০১৭ সালে মুক্তি পায় ‘ককপিট’। প্রযোজক দেবের দ্বিতীয় ছবি। যে ছবিতে অতিথি শিল্পী হিসাবে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। আর তার পরই গোলমাল হয়ে যায় অনেক কিছু। দেব-প্রসেনজিৎ সম্পর্ক নিয়ে চলে বিস্তর লেখালেখি। শোনা যায়, দুই তারকার সম্পর্কে ফাটল ধরেছে।
আরও পড়ুন- Swastika Mukherjee : মায়ের চরিত্রে অভিনয় করা তাঁর কাছে সহজ, বললেন স্বস্তিকা
প্রসেনজিতের কথায়, “মিশুক কোনও দিন ছবির প্রযোজক হলে আমাকে যদি যথাযথ পারিশ্রমিকের বিনিময়ে ছবি করতে বলে, আমি না করতে পারব না। দেবও আমার কাছে অনেকটা তেমনই। আমাদের সম্পর্কটা একদম অন্য রকম। দুটো বাসন একসঙ্গে রাখলে ঠোকাঠুকি তো হবেই।”
২০২২-এর দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে পথিকৃৎ বসুর নতুন ছবি ‘কাছের মানুষ’। এই ছবির মাধ্যমেই দুই নায়ককে বড় পর্দায় একসঙ্গে দেখবেন দর্শক। গল্পের মোড়কে এক সামাজিক বার্তাবহ ছবি তৈরির চেষ্টা করেছেন পরিচালক। প্রসেনজিৎ এবং দেব ছাড়াও এই ছবিতে দেখা যাবে ইশা সাহা এবং সুস্মিতা চট্টোপাধ্যায়কে।