অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, নিছকই আত্মহত্যা হিসেবে মেনে নিতে নারাজ ছিল অভিনেতার পরিবার, বন্ধু স্বজন থেকে শুরু করে ভক্তরাও। এজ তিন বছর কেটে গেলেও তাঁর মৃত্যু তদন্তের কিনারা হয়নি। এবার সুশান্তের মৃত্যু তদন্তের একটি বড় আপডেটের কথা ঘোষণা করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
Metro Viral Video: মেট্রোর ভেতর কিল-চড়-ঘুষি! মুহূর্তে ভাইরাল ভিডিয়ো
মৃত্যু তদন্ত এখনও চলছে। তিনি আরও জানান , এই মামলা সংক্রান্ত বেশ কিছু নথি ও তথ্য প্রমাণ পুলিশের কাছে জমা পড়েছে। কিছুজনের বয়ানও রেকর্ড করা হয়েছে ইতিমধ্যেই। এমনকি এই কেসে প্রাথমিক যা যা প্রমাণ জড়ো করার ছিল তার প্রায় সবটাই জড়ো হয়ে গিয়েছে বলেও জানান তিনি।