অভিনেতা প্রকাশ রাজকে (Prakash Raj) জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। আর্থিক তছরুপ মামলায় নাম জড়িয়েছি এই অভিনেতার। তিরুচিরাপল্লী স্বর্ণসংস্থা প্রণব জুয়েলার্সের বিরুদ্ধে প্রায় ১০০ কোটি টাকার পঞ্জি কেলেঙ্কারির (Ponzi scam) অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, এক সময় ওই স্বর্ণসংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন সলমনের 'ওয়ান্টেড' ছবির খলনায়ক প্রকাশ রাজ। এই আর্থিক কেলেঙ্কারির জিজ্ঞাসাবাদের জন্যই অভিনেতাকে চেন্নাইয়ে ইডির আঞ্চলিক দফতরে ডেকে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে তাঁকে হাজিরা দিতে হবে।
তরফে আম জনতার থেকে সোনা বিনিয়োগের নাম করে ১০০ কোটি টাকার যে কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল সেই মামলায় নাম জড়িয়েছে অভিনেতা প্রকাশের। এই আর্থিক কেলেঙ্কারি নিয়ে জিজ্ঞাসাবাদ এর জন্য চেন্নাইয়ের ইডি আঞ্চলিক দপ্তরে তাকে ডেকে পাঠানো হয়েছে আগামী সপ্তাহে তাকে হাজিরা দিতে হবে। এই জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন প্রকাশ রাজ।
আরও পড়ুন - পর্দায় অনিল-রণবীরের দারুণ রসায়ন! মুক্তি পেতেই সাড়া ফেলল 'অ্যানিমেল'-এর ট্রেলার
অভিযোগ, আমজনতাকে মোটা টাকা ফিরিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ১০০ কোটি টাকা তোলা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে সোমবার এই বিপণী সংস্থার একাধিক ডেরায় তল্লাশি চালায় ইডি। এখনও পর্যন্ত প্রায় ২৪ লক্ষ টাকা এবং প্রায় ১২ কেজি সোনার গয়না উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা। এরপরেই আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে তদন্ত শুরু হয়।