শুটিং করতে গিয়ে গুরুতর আহত অভিনেতা ইমরান হাসমি। জানা গিয়েছে, অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে আঘাত পেয়েছেন তিনি। যদিও চোট নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি অভিনেতা।
ঠিক কী হয়েছিল?
ইমরান হাসমির নতুন ছবি 'ঘোড়চড়ি ২' শুটিং চলছিল হায়দরাবাদে। সেই সময় এক অ্যাকশন দৃশ্যে উঁচু এক জায়গা থেকে লাফিয়ে পড়ার দৃশ্য ছিল। সেটি করতে গিয়েই আহত হন ইমরান। গলায় চোট লেগেছে অভিনেতার।
ইতিমধ্যেই ইমরান হাসমির আঘাতের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, গলায় গুরুতর চোট লাগে তাঁর। তবে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। মঙ্গলবার মুম্বইয়ে ফেরার কথা রয়েছে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইমরান হাসমি এই ছবিটির কথা ঘোষণা করেছিলেন। একই সঙ্গে এই ছবিটির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে নিয়েছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, 'বৃহত্তম গুপ্তচর ফ্র্যাঞ্চায়াজির একটি ব্লকবাস্টার ছবি হতে চলেছে এটি।'
মাঝে বেশ কিছু বছর ইমরান হাসমি নিজেকে সরিয়ে রেখেছিলেন শোবিজের দুনিয়া থেকে। আগামী ২০২৫ সালের মার্চ মাসে মুক্তি পেতে পারে তেলুগু ভাষার স্পাই থ্রিলার ঘরানার ছবি 'ঘোড়চড়ি ২'।