বলিউডে বেশ কয়েকটা হিট বাবা ছেলের জুটি রয়েছে। যারা পর্দায় একে অপরকে কার্যত টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। এমন অসংখ্য উদাহরণ রয়েছে যখন বাবাদের কেও ছাপিয়ে গিয়েছে ছেলেরা। আবার কোথাও কোথাও ছেলেদের টেক্কা দিয়েছে বাবারা৷ দেখে নিন এক ঝলকে...
অমিতাভ-অভিষেক-
দুইজনেই বলিউডে নিজেদের মতো করে প্রতিষ্ঠিত। আজও বলিউডের বিগবি অভিতাভ বচ্চন। অভিষেকও নিজের দক্ষতায় জায়গা পাকা করেছেন বলিউডে।
শাহরুখ - আরিয়ান-
কিং খান এত দিন রাজ করেছেন বলিউডে, এবার মাঠে নেমে পড়েছেন
ঋষি কাপুর রণবীর কাপুর-
কাপুররা বংশ পরম্পরায় বলিউডে রাজ করছেন। ঋষি কাপুরের পর এখন রণবীর কাপুর। বাবার দেখানো পথেই সফল তিনি।
সুনীল দত্ত, সঞ্জয় দত্ত-
বাবা সুনীল দত্তের হাত ধরেই বলিউডে পা রাখা সঞ্জয় দত্তের। তিনি অভিনেতা, প্রযোজক, পরিচালক ছিলেন। আর বলিউডের মুন্না ভাইও তৈরী করেছেন বিশ্বজোড়া বিরাট ফ্যানবেস।