মা হতে চলেছেন আলিয়া ভাট।আলিয়া (Alia Bhatt) নিজে ই সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়েছেন। আর এরপর থেকে একের পর একে শুভেচ্ছা বার্তা আসছে বলিউডের পাওয়ার কাপাল আলিয়া রণবীরের জন্যে। হবু বাবা-মাকে শুভেচ্ছা জানালেন বলিউডের একাধিক তারকা। যদিও পরিচালক ও কোরিয়াগ্রাফার ফারহা খানের (Farha Khan) প্রতিক্রিয়া একটু অন্যরকম।
সোমবার রিয়েলিটি শোয়ের অনুষ্ঠানে ছিলেন ফারহা। সেখানে তাঁকে আলিয়ার মা হওয়ার খবর নিয়ে প্রশ্ন করা হলে ফারহা জানান, তিনি নাকি আগেই জানতেন, আলিয়া মা হতে চলেছেন। যদিও এরপর সংবাদমাধ্যমকে আর প্রশ্ন করার সুযোগ দেননি ফারহা।
আরও পড়ুন: 'আমার মেয়েটা মা হচ্ছে', আলিয়ার মা হওয়ার খবরে আবেগঘন করণ জোহর
প্রসঙ্গত, সোমবার সকালে হাসপাতালে রণবীরের সঙ্গে একটি ছবি শেয়ার করেন আলিয়া। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের প্রেগনেন্সির খবর শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। ১৪ এপ্রিল সাতপাকে বাধা পড়েন রণবীর ও আলিয়া। আগামী সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে অয়ন মুখোপাধ্যায়ের নতুন ছবি ব্রহ্মাস্ত্র। সেখানে প্রথম একসঙ্গে অনস্ক্রিনে দেখা যাবে রণবীর ও আলিয়াকে।