'দঙ্গল' (Dangal) ছবিতে গীতা ফোগাতের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে (Bollywood) অভিষেক । এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন ফতিমা সানা শেখ । তবে, এবার ফতিমার (Fatima Sana Seikh )সামনে বড় সুযোগ । বড় পরীক্ষাও বলা যেতে পারে । পরবর্তী সিনেমায় ইন্দিরা গান্ধির (Indira Gandhi) চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে । সিনেমার নাম ‘সাম বাহাদুর’ (Sam Bahadur)। পরিচালক মেঘনা গুলজার ।
সম্প্রতি, একটি সাক্ষাৎকারে ফাতিমা জানান,‘সাম বাহাদুর’ সিনেমায় তাঁকে ইন্দিরা গান্ধির চরিত্রে দেখা যাবে । ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ভূমিকায় অভিনয়ের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন ফতিমা ? অভিনেত্রী জানান, ইন্দিরা গান্ধির ছোটবেলা নিয়ে লেখা বিভিন্ন বই পড়ছেন তিনি । এছাড়া, তার অনেক পুরনো সাক্ষাৎকার দেখছেন । তাঁর উপর লেখা নানান বই পড়ছেন । বিভিন্ন পত্র-পত্রিকায় লেখাও পড়ছেন । অভিনেত্রী আরও জানিয়েছেন, এই বিষয়গুলো সবটা পর্দায় দেখানো হবে না ঠিকই, তবে তাঁর মতো একজন বড় মাপের মানুষ সম্পর্কে জানতে খুবই ভাল লাগছে ফতিমার । মেঘলা গুলজারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ফতিমা ।
ফিল্ড মার্শাল স্যাম মানেকশারের জীবনী নিয়ে তৈরি হচ্ছে মেঘনার নতুন ছবি । নাম ভূমিকায় অভিনয় করবেন ভিকি কৌশল । তাঁর বিপরীতে দেখা যাবে সানায়া মালহোত্রাকে । মানেকশারের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁকে । 'দঙ্গল'-এর পর ফের এই সিনেমায় একসঙ্গে দেখা যাবে সানায়া ও ফতিমাকে ।
তাপসী পান্নু প্রযোজিত প্রথম সিনেমা 'ধক ধক'-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ফতিমা । এই সিনেমায় ফতিমা ছাড়া অভিনয় করছেন দিয়া মির্জা, রত্না পাঠক শাহ প্রমুখ ।