বক্স অফিসে ঝড় তুলেছে দীপিকা পাড়ুকোন ও হৃতিক রোশন অভিনীত ছবি 'ফাইটার'। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি দ্বিতীয় দিনে আয় করেছে প্রায় ৩৭ কোটি টাকা। যা প্রথম দিনের থেকে অনেকটাই বেশি।
'ফাইটার' মুক্তি পেয়েছে গত ২৫ জানুয়ারি। মুক্তির দিনে এই ছবি আয় করেছে ২২.৫ কোটি টাকা। কিন্তু দ্বিতীয় দিন অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে এই ছবি ঝড় তোলে বক্স অফিসে। দ্বিতীয় দিনে ছবিটি আয় করে ৩৬.৪৮ কোটি টাকা। ফলে দীপিকা ও হৃতিক জুটির এই ছবি মোট আয় করে ৫৮.৯৮ কোটি।
আরও পড়ুন - পদ্মভূষণ সম্মানে ভূষিত মিঠুন চক্রবর্তী, ঊষা উত্থুপ, পদ্মশ্রী পেলেন ৮ বাঙালি
ফাইটার সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। হৃতিক-দীপিকা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার এবং অক্ষয় ওবেরয়।