দাড়ি-গোঁফ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কমেডিয়ান ভারতী সিংয়ের (Bharti Singh) বিরুদ্ধে FIR দায়ের। দাড়ি ও গোঁফ নিয়ে তাঁর জোকসে আপত্তি তুলে অভিযোগ জানানো হয়। সোমবার প্রকাশ্যে ক্ষমাও চান তিনি। খাতরা খাতরা (Khatra Khatra) নামে একটি শো-তে স্বামী হর্শ লিম্বাচিয়ার সঙ্গে দেখা যায় ভারতীকে। সেখানেই এই মন্তব্য করেন তিনি। মঙ্গলবারই এ নিয়ে FIR দায়ের করা হয়েছে।
গত সপ্তাহে একটি ভিডিয়ো ভাইরাল হয়। অভিনেত্রী জাসমিন ভাসিনের সঙ্গে কথা বলতে দেখা যায় ভারতীকে। সেখানে তিনি বলেন, "দাড়ি-গোঁফ না রাখার কী আছে। দাড়ি গোঁফের অনেক উপকারিতা আছে। দুধ খেলে দাঁড়িতে দুধ লেগে যাবে। ওই দাড়ি মুখে দিলে শিমুইয়ের স্বাদ পাওয়া যায়।" এরপর ভারতী সিং জানান, "আমার অনেক বন্ধুরই বিয়ে হয়ে গিয়েছে। যাদের বড় বড় দাড়ি আছে। তাঁরা রাতদিন দাড়ি থেকে উকুন বাছে।" তাঁর এই মন্তব্য নিয়েই বিতর্ক তৈরি হয়।
আরও পড়ুন: টেলি অভিনেত্রীর রহস্যমৃত্যুতে গ্রেফতার লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী
ভারতীর এই মন্তব্য নিয়ে সোশাল মিডিয়ায় গত কয়েকদিন বেশ চর্চা হয়। দিনকয়েকের মধ্যে ভাইরালও হয়ে যায় এই ভিডিয়ো। সোমবার এই ভিডিয়োতে তাঁর নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান ভারতী। কিন্তু মঙ্গলবারই তাঁর নামে FIR দায়ের হয়।