অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের আবাসনে ভয়াবহ আগুন। বুধবার রাতে আচমকাই আগুন লাগে অভিনেত্রীর মুম্বইয়ের পশ্চিম বান্দ্রার পালি হিল অঞ্চলের অ্যাপার্টমেন্টে। যদিও দুর্ঘটনার সময় নিজের বাড়িতে ছিলেন না অভিনেত্রী। শুটিংয়ের জন্য দুবাইতে রয়েছেন অভিনেত্রী।
জানা গিয়েছে, ওই অ্যাপার্টমেন্টের ১৫ তলায় থাকেন জ্যাকলিন। দুর্ঘটনাটি ঘটেছে ১৪ তলায়। ওই ফ্লোরের রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ৪টি দমকল ইঞ্জিনের সহায়তায় প্রায় দেড় ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন - কাঞ্চন-শ্রীময়ীর গ্র্যান্ড রিসেপশন! ঝলমলে সন্ধ্যায় কর্তা-গিন্নিকে দেখে নিন...
দুর্ঘটনার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রীর অনুরাগীরা। তবে, অভিনেত্রী বাড়িতে না থাকলেও আগুনের তাপে অভিনেত্রীর ফ্ল্যাটের থক কতটা ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।
সম্প্রতি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের নাম জড়িয়েছে তছরুপের মামলায়। তাঁকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদও করা হয়। নাম জড়ায় এই মামলার মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে। তবে এই সমস্ত- কিছু থেকে বেরিয়ে এসে আপাতত কেরিয়ারে মন দিয়েছেন অভিনেত্রী।