শুক্রবার মুক্তি পেয়েছে এসএস রাজামৌলির ছবি 'আরআরআর' (RRR) ৷ মুক্তির আগে থেকেই এই ছবি নিয়ে অনুরাগীদের মধ্য়ে যথেষ্ট উচ্ছ্বাস ছিল । তার প্রতিফলন প্রথম দিনেই স্পষ্ট । শুধু ভারতে নয়, বিদেশেও ভাল সাড়া ফেলেছে এই সিনেমা । জানা গিয়েছে, 'আরআরআর' সিনেমা (RRR first Day collection) প্রথমদিন ৩০ কোটি টাকার ব্যবসা করেছে ।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ (Taran Adarsh) টুইটারে এই সিনেমা নিয়ে উজ্জ্বল ভবিষ্যদবাণী করেছেন । তিনি জানিয়েছেন, এই সিনেমার মধ্যে এমন কিছু বিষয় আছে, বৈশিষ্ট্য আছে, যা সিনেমাকে বিশাল সাফল্য দিতে পারে । অন্য একটি টুইটে তরণ জানিয়েছেন, বিদেশেও ভাল সাড়া ফেলেছে 'আরআরআর' । বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) ।
আরও পড়ুন, Oscars 2022: বেভারলি হিলসে প্রাক-অস্কার অনুষ্ঠান হোস্ট করলেন প্রিয়াঙ্কা চোপড়া, দেখুন সেই ছবি
অস্ট্রেলিয়ায় এই সিনেমা ৪.০৩ কোটি টাকা, নিউজিল্যান্ডে ৩৭.০৭ লাখ টাকার ব্যবসা করেছে । আর মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০ লাখ ছাড়িয়ে গিয়েছে ।
এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জুনিয়ার এনটিআর, রামচরণ, অজয় দেবগণ, আলিয়া ভাট ও আরও অনেকে । ২৫ মার্চ মুক্তি পেয়েছে 'আরআরআর' ।