জয়সলমের এয়ারপোর্ট । চারপাশে পাপারাৎজিদের ভিড় । সাদা গাড়ি থেকে আগেই নেমে গিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা । সবাই অপেক্ষা করছেন কিয়ারাকে দেখার জন্য় । সিদ্ধার্থের হাত ধরে গাড়ি থেকে নেমে এলেন মিসেস মালহোত্রা । কিয়ারার (Sidharth-Kiara Wedding) সিঁথি সিঁদুরে রাঙা, হাতে চুড়া, গলায় মঙ্গলসূত্র , চোখে সানগ্লাস । দু'জনের মুখেই লাজুক হাসি । বিয়ের পর এই প্রথম সামনে (Sidharth-Kiara First Appearance ) এলেন তারকা যুগল । সকলের উদ্দেশে হাত নাড়লেন, ধন্যবাদ জানালেন ।
এদিন,জিন্সের সঙ্গে সাদা টি-শার্ট পরেছিলেন সিদ্ধার্থ । সঙ্গে কালো জ্যাকেট । আর কিয়ারা পরেছিলেন কালো পোশাক । এদিন, জয়সলমের থেকে প্রাইভেট জেটে তাঁরা রওনা দিচ্ছেন দিল্লি । সেখানেই বৃহস্পতিবার রিসেপশনের আয়োজন করা হয়েছে ।
দিল্লিতে রিসেপশনের পর তাঁরা মুম্বই উড়ে যাবেন । সেখানও ১২ ফেব্রুয়ারি ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবের জন্য একটি রিসেপশনের ব্যবস্থা করা হয়েছে । প্রিয়াঙ্কা চোপড়া- নিক জোনাস, দীপিকা-রণবীরের মতো অতিথিরা রিসেপশনে আমন্ত্রিত । মিডিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে ।