লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) শুধু গায়িকা নন, তাঁর সঙ্গীত যেন মায়াসাম্রাজ্য তৈরি করে মানুষের মনে। সঙ্গীত জগতে (Music Industry) তাঁর অবদানে তৈরি হয়েছে ইতিহাস। লতার কণ্ঠে তৈরি হয়েছে দেশের সুর সংস্কৃতি। নাইটেঙ্গল অফ ইন্ডিয়া (Nightiengle Of India) বলা হয় তাঁকে। ৩৬টি ভাষায় ৩০ হাজারের বেশি গান গেয়েছেন তিনি।
লতা মঙ্গেশকরের গান মানেই নস্টালজিয়া (Nostalogia)। দেখে নেওয়া যাক, মেলোডি কুইনের (Melody Queen) কণ্ঠে সেরা পাঁচটি রোমান্টিক গান (Romantic Queen), যা আরও একবার ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সঙ্গীতের স্বর্ণযুগে (Golden Era of Indian Music)।
আরও পড়ুন: এক ঝলকে গানের সরণিতে লতা মঙ্গেশকর
আপ কি নজ়রো নে সমঝা (১৯৬২) (Aap Ki Nazron Ne Samjha )
'আপ কি নজ়রো নে সমঝা' গানটি 'আনপড়' ছবিতে গেয়েছিলেন লতা মঙ্গেশকর। রাজা মেহদি আলি খানের কথা ও লতা মদনমোহনের সুর। এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন ধর্মেন্দ্র ও মালা সিনহা।
লাগ যা গলে (১৯৬৪) (Lag Jaa Gale )
১৯৬৪ সালে রিলিজ হয় "ও কউন থি" একটি ছবি রিলিজ হয়। সেই ছবিতে ছিল 'লাগ যা গলে'। যা কালজয়ী রোমান্টিক গান হয়ে যায় বলিউডে।
তুনে ও রঙ্গিলে (১৯৮১) (Tune O Rangeele )
রাজেশ খান্না ও হেমামালিনীর ছবি 'খুদরত'-এর মিউজিক ডিরেক্টর ছিলেন আরডি বর্মণ। লতার কণ্ঠে তৈরি হয় আরও এক কালজয়ী গান 'তুনে ও রঙ্গিলে'। রাহুল দেব বর্মণের সুর ও লতার কণ্ঠে আরও একবার তৈরি হয় ইতিহাস।
ইয়ে কাঁহা আ গয়ে হম (১৯৮১) (Ye kahan aa gaye hum )
জাভেদ আখতার-শিব হরির কথা ও সুরে 'সীলসীলা' ছবির এই গানের দৃশ্য এখনও যেন ভাসে। লতার কণ্ঠ যেন মন ছুঁয়ে যায়। গানের মাধ্যমে ভালোবাসার জাদুকাঠি তৈরি হয় 'ইয়ে কাঁহা আ গয়ে হম' এই গানে।
পিয়া তোসে নয়না লাগে (১৯৬৫) (Piya Tose Naina Lage)
ছয়ের দশকে শচীন দেব বর্মণ ও লতা মঙ্গেশকরের জুটি আরও একবার প্রকাশ্যে আসে। ১৯৬৫ সালে 'গাইড' নামে একটি ছবি মুক্তি পায়। যাতে ওয়াহিদা রহমানের লিপে কণ্ঠ ছিল লতা মঙ্গেশকরের। তাঁর সেই গলায় আজও নস্টালজিক হয়ে পড়ে সবাই।