বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার (Bollywood Choreographer) গণেশ আচারিয়া (Ganesh Acharya) বিরুদ্ধে যৌন হেনস্থার (Sexual Assault) অভিযোগ। ২০২০ সালে কো-ডান্সার তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিল। সম্প্রতি মুম্বই পুলিশের (Mumbai Police) পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। তদন্তের নেতৃত্বে আছেন ওশিয়ারা থানার পুলিশ অফিসার সন্দীপ শিন্ডে (Sandip Shindey)।
ভারতীয় দণ্ডবিধির অনেকগুলি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। যৌন হেনস্থা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন গণেশ আচারিয়া। তিনি জানান, সব অভিযোগই ভুয়ো ও ভিত্তিহীন। তাঁর দাবি, কিছু ব্যক্তি তাঁর চরিত্র কলুষিত করার চেষ্টা করছে।
আরও পড়ুন: এন্টারটেইনমেন্টে ভরপুর শর্মাজি নমকিন, প্রয়াত ঋষি কাপুরকে শ্রদ্ধা পরিচালকের
২০২০ সালের ঘটনা। গণেশ আচারিয়ার একটি প্রজেক্টে জুনিয়র শিল্পী হিসেবে কাজ করতেন ওই মহিলা। তাঁর অভিযোগ, গণেশ আচারিয়ার কাছে তিনি বকেয়া টাকা নিতে যান। সেখানেই ঘটনাটি ঘটে বলে অভিযোগ।