অবশেষে মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনসালির(Sanjay Leela Bhansali) ছবি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ী'(Gangubai Kathiawadi)। আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে আলিয়া ভাট(Alia Bhatt) অভিনীত এই ছবিটি।
সঞ্জয় লীলা বানসালির(Sanjay Leela Bhansali) প্রোডাকশন হাউসের টুইটার হ্যান্ডেলে ছবিটির মুক্তির দিন ঘোষণা করেছে। করোনা(Corona) অতিমারির জেরে বেশ কয়েকবার ছবি মুক্তির দিন পিছোতে হয়েছে।ছবিটির শ্যুটিং চলাকালীন করোনায় আক্রান্ত হন অভিনেত্রী আলিয়া ভাট(Alia Bhatt) এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালি(Sanjay Leela Bhansali)।
আরও পড়ুন- Iman Chakraborty : গায়িকা থেকে পেশা বদলে এবার মনোবিদ ইমন চক্রবর্তী, আসছে নতুন ওয়েব সিরিজ 'শব চরিত্র'
পিটিআই সূত্রে খবর, আগামী মাসেই ছবিটি ৭২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে(72nd Berlin International Film Festival) প্রদর্শিত হবে।
আরও পড়ুন- Binay Badal Dinesh: রুপোলি পর্দায় বিনয়-বাদল-দীনেশের গল্প, বিপুল সাড়া দর্শকের
'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ী'(Gangubai Kathiawadi) ছবিটির মুখ্য ভূমিকা ছাড়াও আলিয়া ভাট(Alia Bhatt) অভিনয় করেছেন এসএস রাজামৌলির 'RRR' ছবিতেও।