সংসারের বাইশ গজে তাঁদের জুটি তিন দশের বেশি সময় কাটিয়ে দিয়েছে। এই সময়ে অনেক ভাল, অনেক মন্দ বিষয়ের তাঁদের দু জনকে মুখোমুখি হতে হয়েছে। কিন্তু স্বামীর উপর কেন তিনি বারবার বিরক্ত হন, এবার সেই তথ্যই ফাঁস করলেন গৌরী খান। সম্প্রতি প্রকাশিত হয়েছে গৌরীর লেখা অন্দরসজ্জা নিয়ে একটি বই। যার প্রকাশ অনুষ্ঠানে একসঙ্গে হাজির ছিলেন শাহরুখ এবং গৌরী। সেখানেই গৌরী জানান, তাঁর উপর স্বামীর অধিকার ফলানো কথা। যদিও অনুষ্ঠানে গৌরীর কলমের তারিফ করেন শাহরুখ।
মাই লাইফ ইন ডিজাইন -- সম্প্রতি এই নামে প্রকাশিত হয়ে গৌরীর অন্দরসজ্জা নিয়ে নতুন বই। সেই অনুষ্ঠানেই শাহরুখ-গৌরীকে কালো পোশাকেই দেখা গিয়েছে। গোটা অনুষ্ঠানে গৌরীর পাশেই দাঁড়িয়েছিলেন কিং খান। পাঠান দেশে রেকর্ড গড়েছে। বাংলাদেশে ভাল রান তুলছে। জওয়ান আসছে। ইতিমধ্যেই মুক্তির তারিখ ঠিক হয়েছে। ফলে বেশ ভালই ফর্মে রয়েছেন তিনি। এরমধ্যেই গুঞ্জন প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে ডন-থ্রিতে ক্যামবাক করার।
অনুষ্ঠানে শাহরুখ জানিয়েছেন, বাড়িতে যাবতীয় শিল্পকর্মে স্রষ্টা গৌরী। কারণ, তাঁর বউয়ের শিল্পসত্ত্বা তাঁর থেকেও বেশি।