১০০০ কোটি টাকার প্যান-ইন্ডিয়া অনলাইন পঞ্জি কেলেঙ্কারির ঘটনায় ওড়িশা পুলিশের জেরার মুখে গোবিন্দা (Govinda), বহু-কোটি পঞ্জি কেলেঙ্কারিতে সোলার টেকনো অ্যালায়েন্স (STA-Token) সংস্থার নাম জড়িয়েছে। এই সংস্থা বিভিন্ন দেশে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের পিছনে আর্থিক প্রতারণা করেছে বলে অভিযোগ। এই সংস্থারই একটি বিজ্ঞাপনে গোবিন্দাকে দেখা গিয়েছিল।
Jawan Dialogue : 'বেটে কো হাত লাগানে'...'জওয়ান'-এর স্ক্রিপ্টেই ছিল না হিট সংলাপ ! আসল গল্প কী, জেনে নিন
ওড়িশা পুলিশের দাবি, এই কাজকে পরোক্ষ ভাবে হলেও সমর্থন করছেন অভিনেতা। তার জন্যই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। যদিও অভিনেতার ম্যানেজারের দাবি,’এই আর্থিক দুর্নীতি মামলার সঙ্গে গোবিন্দার কোনও সম্পর্ক নেই। ‘ কেবল তদন্তের স্বার্থেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা বলে জানিয়েছে ওড়িশা পুলিশ।