শুরুটা হয়েছিল বিজ্ঞাপনে । তারপর সোজা মিস ওয়ার্ল্ড । বিশ্ব সুন্দরীর তকমা পাওয়ার পর সিনেমায় আসা । হিন্দি চলচ্চিত্র জগতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ল ঐশ্বর্য জাদু । কেরিয়ারের তিন দশক কাটিয়ে আজও তিনি সমান মোহময়ী । তাঁর রূপের জাদুতে মজেছে দেশ-বিদেশে থাকা তাঁর অজস্র অনুরাগীরা । আজ সেই বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইয়ের জন্মদিন । ৪৯ বছরে পা দিলেন অভিনেত্রী । যদিও,তাঁকে দেখে তা বোঝার উপায় নেই । তাঁর ফিটনেস, তাঁর সৌন্দর্য হার মানায় বলিউডের এই প্রজন্মের সুন্দরী তারকাদেরও ।
হিন্দি নয়, তামিল সিনেমায় অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ ঐশ্বর্যর । হিন্দিতে প্রথমবার যে ছবিতে নজর কেড়েছিলেন ঐশ্বর্য, তা হল সঞ্জয় লীলা বনশালীর 'হাম দিল দে চুকে সনম'। এরপর 'দেবদাস', 'যোধা আকবর', 'ধুম'-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকের মনে পাকা জায়গা করে নেন ঐশ্বর্য । নয়ের দশকে যখন শাহরুখ যখন বলিউডে রাজ করছেন, তখন তাঁর বোনের চরিত্রে অভিনয় করার সাহস দেখিয়েছিলেন নায়িকা । শুধু বলিউডেই আটকে নেই ঐশ্বর্যের প্রতিভা । বলিউড থেকে তিনি পাড়ি দিয়েছিলেন হলিউডে । ব্র্যাড পিটের বিপরীতে ট্রয় ছবিতে অভিনয় করেছিলেন । বিগত বেশ কয়েকবছর ধরে কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি ।
ঐশ্বর্য রাইয়ের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই । বিবেক ওবেরয়, সলমন খান...ঐশ্বর্যর জীবনে এসেছেন একাধিক পুরুষ । তাঁদের নিয়ে বিতর্কও কম কিছু নয় । শেষ পর্যন্ত ঐশ্বর্যর মনে পাকাপাকি জায়গা করে নিলেন অমিতাভ পুত্র অভিষেক । বচ্চন পরিবারের একমাত্র ছেলের গলায় মালা দেন বিশ্বসুন্দরী । হয়ে উঠলেন ঐশ্বর্য রাই বচ্চন । কন্যাসন্তান আরাধ্যার জন্ম দিলেন । কিন্তু, মা হওয়ার পর জৌলুস যেন আরও বেড়েছে নায়িকার । জনপ্রিয়তাও বেড়েছে উত্তরোত্তর । আজও তাঁর স্টারডম অক্ষুন্ন বলা যেতে পারে ।