১৯৯৯ সাল । তখন বয়স মাত্র ছয় । গোলগাল, গালে ডিম্পল পরা হাসি । 'সংঘর্ষ' সিনেমায় প্রীতি জিন্টার শৈশব চরিত্রে অভিনয় করেছিলেন । তারপর মাঝে কেটে গিয়েছে ১৩ বছর । ২০১২ সাল । সেই ছোট্ট গোলগাল মেয়েটাই একেবারে দুই নায়কের নায়িকা হয়ে উঠলেন 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' (Student Of The Year) সিনেমায় । ঠিকই ধরেছেন, কথা হচ্ছে আলিয়া ভাটকে (Alia Bhatt) নিয়ে । ১৫ মার্চ ২৯ বছরে পা দিলেন অভিনেত্রী ।
করণ জোহার পরিচালিত, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলিয়ার প্রথম সিনেমাই হিট হয় । এরপর একে একে 'টু স্টেট্স' (Two States) (২০১৪), 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া' (Humpty Sharma Ki duhaniya) (২০১৪), 'ডিয়ার জিন্দেগি' (২০১৬) এবং 'বদ্রীনাথ কি দুলহনিয়া' (২০১৭)-তে অভিনয় করেছেন । তাঁর কেরিয়ারে 'হাইওয়ে' (Highway) অন্যতম সেরা সিনেমার মধ্যে অন্যতম । সম্প্রতি, আলিয়ার 'গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি' (Gangubai Kathiwadi) মুক্তি পেয়েছে । মুক্তির দিন থেকেই তা অপ্রতিরোধ্য । ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে সঞ্জয় লীলা বনশালির (Sanjay leela Bhansali) এই সিনেমা ।
আরও পড়ুন, Yash-Mimi-Nusrat : সানি লিওনির পাশাপাশি বাংলাদেশে বিয়ের অনুষ্ঠান জমিয়ে দিলেন যশ-নুসরত-মিমি
শুধু অভিনয় নয়,আলিয়ার আরও একটা প্রতিভা রয়েছে । ভাল গান করেন মহেশ ভাটের কন্যা । 'হাইওয়ে', 'হাম্পটি শর্মা কে দুলহানিয়া' সিনেমাতে গানও গেয়েছেন ।
সিনেমায় তাঁর জীবনে এসেছে বহু নায়ক । ব্যক্তিগত জীবনে তাঁর মন জুড়ে রয়েছে শুধু রণবীর কাপুর । শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি বিয়ে করবেন এই তারকা জুটি । যদিও, আলিয়ার কথায় মনে মনে অনেক আগেই তাঁর সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে রণবীরের ।