বলিউডে (Bollywood) পথ চলা শুরু হয়েছিল পর্দার পিছনে, সহকারী পরিচালক হিসাবে । আর আজ তিনি বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম । বহু তরুণীর হার্টথ্রব । কথা হচ্ছে ভিকি কৌশলের (Vicky Kaushal) । আজ তাঁর ৩৪তম জন্মদিন (Happy Birthkday Vicky Kaushal) ।
ভিকির বাবা শ্যাম কৌশল স্বপ্ন ছিল, ছেলে ইঞ্জিনিয়ার হবে । কয়েকদিন ইঞ্জিনিয়র হিসাবে চাকরিও করেছিলেন । কিন্তু, প্রথম থেকেই ভিকিকে আকর্ষণ করেছে রূপোলি পর্দা । অভিনেতা বুঝেছিলেন, ১০-৫ টার চাকরি তাঁর জন্য নয় । এরপর শুরু হয় তাঁর বলিউড সফর ।'গ্যাংস অফ ওয়াসিপুর'-এ সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন ভিকি । এরপর ২০১৫ সালে নীরজের 'মসান' (Masaan) ছবিতে ভিকির অভিনয় প্রশংসা কুড়িয়েছিল । এরপর আর ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে ৷ 'রাজি', 'সঞ্জু', 'মন মর্জিয়া'-এর মতো একাধিক ছবিতে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন ভিকি ৷ 'সর্দার উধম সিং' (Sardar Udham Singh)-এ তাঁর সুদক্ষ অভিনয় প্রশংসা কুড়িয়েছিল । ২০১৯ সালে তাঁর ব্লক বাস্টার হিট 'উরি' (URI) ছবির জন্য জাতীয় পুরস্কারও জিতে নেন এই অভিনেতা ৷
গত বছর ডিসেম্বরে ক্যাটরিনা কাইফের সঙ্গে নতুন সংসার শুরু করেছেন ভিকি কৌশল । দুজনেই এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন । ছুটি কাটাচ্ছেন একসঙ্গে । আবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বাবাও হতে চলেছেন তিনি । যদিও এই খবরে সিলমোহড় দেয়নি ভিকি ও ক্যাটের পরিবার । ভিকির মুখপাত্র জানিয়েছেন, পুরোটাই গুজব ছাড়া আর কিছুই নয় ।