মেট্রোয় সহযাত্রী কিনা একসময়ের বলিউড হার্টথ্রব হেমা মালিনী। অবাক হলেও এমন কাণ্ডই ঘটে চলেছে মুম্বইয়ে। এই প্রবল দাবদাহে এই ঘটনায় কার্যত শোরগোল পড়ে গিয়েছে মুম্বইজুড়ে। তবে এই ঘটনার নেপথ্যের কাহিনী খোলসা করেছেন অভিনেত্রী তথা রাজনীতিক হেমা মালিনী।
টুইট করে হেমা মালিনী জানিয়েছেন, গাড়িতে মুম্বইয়ের শহরতলিতে দহিসরে পৌঁছতে তাঁর সময় লাগে ২ ঘণ্টা। তবে ক্লান্তিকর এই যাত্রা থেকে মুক্তি পেতেই তিনি গাড়ি ছেড়ে মেট্রো সফর শুরু করেন বলে জানিয়েছেন বলিউডের 'ড্রিম গার্ল'। সেক্ষেত্রে কোনও ঝক্কি ছাড়াই মাত্র আধঘণ্টায় গন্তব্যে পৌঁছে যান বলেও জানিয়েছেন হেমা।
আরও পড়ুন- Punjab News : পঞ্জাবের ভাটিন্ডায় সেনা ছাউনিতে গুলি, নিহত কমপক্ষে চার, শুরু তল্লাশি অভিযান
ডিএন নগরে মেট্রো থেকে নেমে তিনি অটো নিয়ে যান জুহুতে। তাঁকে অটো থেকে নামতে দেখে নিরাপত্তাকর্মীরাও চমকে যান। তবে আমজনতার সঙ্গে মেট্রো সফরে খুশি হেমা টুইটে সেকথাও তুলে ধরেছেন।