চোট পেয়েছিলেন আগেই। সেই চোট নিয়ে জিম করতে গিয়ে নিজের যন্ত্রণার ভিডিও পোস্ট করলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। তাঁর ইনস্ট্রাগ্রামে এই ছবি পোস্ট করেছেন ভিকি। জানা গিয়েছে, ছাবা সিনেমার শুটিংয়ে হাতে ও কাঁধে চোট পান ভিকি। তাঁকে প্লাস্টার করার পরামর্শ দেন চিকিৎসকরা। সেই চোট নিয়েই জিমে কসরত করছিলেন ভিকি।
সাম বাহাদুরের মুক্তির পর বিশ্রাম নেননি। টানা শুটিং করছেন ছাবা সিনেমার জন্য। যেখানে শিবাজি পুত্র সম্ভাজি মহারাজের চরিত্র অভিনয় করতে দেখা যাবে ভিকিকে। সেই সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়েছে চোট পেয়েছিলেন অভিনেতা।
সেই চোট নিয়ে জিমে কসরত করছিলেন ভিকি। সম্প্রতি সেই ছবি ভক্তদের জন্য শেয়ার করেছেন ভিকি কৌশল। সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’, আদিত্য ধরের ‘ইম্মরটাল অশ্বত্থামা’র মতো বিগ বাজেট প্রজেক্ট তাঁর ঝুলিতে।