বলিউডে (Bollywood) একসময় কাপুর পরিবারের হোলি পার্টি (Kapoor Family Holi Party) ছিল জমজমাট । বিশেষ করে রাজ কাপুরের (Raj Kapoor)সময় । পার্টিতে পরিবারের সবাই একসঙ্গে হওয়া, নাচ-গান, আড্ডা, হইহই ব্যাপার । সেইসময় হোলির মজাই ছিল আলাদা । সেই পুরানো দিনের হোলি পার্টির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নীতু কাপুর (Neetu Kapoor) । রাজ কাপুর, ঋষি কাপুররা যখন সবাই ছিলেন, কাপুর পরিবার যখন পরিপূর্ণ ছিল, সেই সময়ের হোলির ভিডিয়ো শেয়ার করে অনুরাগীদের রঙের উৎসবের শুভেচ্ছা জানান নীতু কাপুর ।
সাদা-কালো ভিডিয়োয় রাজ কাপুরের উজ্জ্বল মুখ, হাসি ঠাট্টায় পরিবারের সঙ্গে তাঁর সময় কাটানোর ঝলক রয়েছে । নাচে-গানে শাম্মি কাপুরকেও দেখা গেল ভিডিয়োয় । রয়েছেন রাজ কাপুর, শাম্মি কাপুরের স্ত্রীও । নীতু কাপুরকে দেখা গেল সাদা কুর্তায়, রণবীরকে কোলে নিয়ে বসে আছেন । অন্যদিকে, নাচে মগ্ন ঋষি কাপুর । প্রত্যেকেই সাদা পোশাক পরেছেন । ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে রাজ কাপুরের গলায় শোনা যায়, তাঁর প্রিয় রং সাদা ।
আরও পড়ুন, Holi 2022: রঙের উৎসবে মাতল বলিউড, সোশাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছা সেলিব্রিটিদের
ভিডিওটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরা । কেউ লিখেছেন, দারুণ ভিডিও । কেউ আবার স্মৃতিচারণে লিখেছেন, "আমার এখনও ছোটবেলার কথা মনে আছে... গণেশ চতুর্থীর সময়... দাদার পারসি কলোনির পাশ দিয়ে রাজ কাপুরের গণেশজি যাওয়ার সময় অপেক্ষা করতাম ।