আজ, ১০ জানুয়ারি বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশনের জন্মদিন (Hrithik Roshan Birthday) । আর তাঁর এই বিশেষ দিনেই এল সুখবর । বলিপাড়ায় কানাঘুষো খবর, এ বছরেই ফের বিয়ের পিঁড়িতে বসছেন হৃত্বিক (Hrithik Roshan) । প্রেমিকা সাবার (Saba Azad) সঙ্গে নতুন জীবন শুরু করতে পারেন বছরের শেষেই । তবে, বিয়েতে খুব একটা জাঁকজমক থাকবে না । পরিবার,ঘনিষ্ঠদের উপস্থিতিতেই চার হাত এক হবে । হৃত্বিকের বিয়েতে উপস্থিত থাকার কথা তাঁর প্রাক্তন স্ত্রী সুজানেরও ।
হৃত্বিক-সুজানের বিচ্ছেদ হয়েছে বেশ কয়েকবছর আগেই । তবে, দু'জনে খুবই ভাল বন্ধু । সাবাও নাকি সুজানের খুব ভাল বন্ধু । আর হৃত্বিকের দুই ছেলে রেহান এবং হৃদানের সঙ্গে সাবার সম্পর্ক খুব ভাল । সব মিলিয়ে হৃত্বিক ও সাবার বিয়ের সিদ্ধান্তে খুশি সকলেই । এই মুহূর্তেই দু'জনেই কাজে ব্যস্ত । সব কাজ শেষ করে এ বছরের শেষের দিকেই বিয়ের করার পরিকল্পনা করেছেন বলে খবর ।
আরও পড়ুন, Durnibar-Oindrila Wedding Date : গানে গানেই প্রেম, নতুন বছরেই ফের বিয়ের পিঁড়িতে দুর্নিবার
সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন হৃত্বিক । যেখানে কালো রঙের জিমের পোশাক পরে দেখা গিয়েছে তাঁকে । আর ফ্লন্ট করছেন নিজের এইট প্যাক অ্যাবস (8-pack abs)। শরীরের প্রতিটি ভাঁজে ফুটে উঠেছে তাঁর কসরতের কারুকার্য । হৃত্বিকের এই ছবি মুহূর্তেই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায় ।