সরাসরি রাজনীতিতে যোগ দিতে চান কঙ্গনা রানাউত । সেকথা এবার স্পষ্ট করে জানিয়ে দিলেন অভিনেত্রী । দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির হয়ে সুর চড়িয়েছেন কঙ্গনা । নানা বিতর্কেও জড়িয়েছেন । আর এবার বিজেপির টিকিটে লড়াইয়ের কথা বললেন তিনি । কঙ্গনা এক অনুষ্ঠানে জানান, বিজেপি চাইলে তিনি আগামী মাসের হিমাচল বিধানসভা নির্বাচনে মণ্ডি আসন থেকে লড়তে পারেন ।
কঙ্গনা ওই অনুষ্ঠানে জানান, হিমাচল বিধানসভা নির্বাচন থেকে লড়া তাঁর কাছে সৌভাগ্যের বিষয় । অভিনেত্রী বলেন, পরিস্থিতি যাই হোক না কেন,সরকার যদি তাঁর অংশগ্রহণ চায়, তাহলে তিনি সব ধরনের অংশগ্রহণের জন্য তৈরি থাকবেন । সেইসঙ্গে পরিশ্রমী মানুষজনকেও এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি ।
রাজনীতিতে প্রবেশ করছেন কি না, চলতি মাসের শুরুতেই জিজ্ঞেস করা হয়েছিল কঙ্গনাকে । তিনি জানিয়েছিলেন, এ ধরনের কোনও পরিকল্পনা নেই তাঁর । আপাতত অভিনয়েই মন দিতে চান । একমাসের মধ্যেই নিজের মতামত পরিবর্তন করলেন কঙ্গনা । ১২ নভেম্বর হিমাচল প্রদেশে ভোট । গণনা ৮ ডিসেম্বর । বিজেপি প্রার্থী কঙ্গনা হচ্ছেন কি না সেই বিষয়ে যদিও বিজেপির তরফে কিছু বলা হয়নি ।