প্রায় ২০০ মিলিয়নেরও বেশি দর্শকদের মাসিক পেজ ভিউয়ের উপর নির্ভর করে IMDb একটি ভারতীয় তারকাদের তালিকা প্রকাশ করে। পর পর দুটি ব্লকব্লাস্টার হিট দেওয়ার পর এবছর IMDb তালিকায় Top 10 এ শীর্ষে রয়েছেন শাহরুখ খান।
আলিয়া ভাট এবং দীপিকা পাড়ুকোন যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন। এরপর তালিকায় রয়েছেন -
ওয়ামিকা গাব্বি
নয়নতারা
তামান্না ভাটিয়া
কারিনা কাপুর খান
শোভিত ধুলিপালা
অক্ষয় কুমার
বিজয় সেতুপতি
এই প্রসঙ্গে আলিয়া বলেন , 'আইএমডিবি হল দর্শকদের পছন্দের প্রকৃত প্রতিনিধিত্ব। আমি সর্বদা বিশ্বাস করেছি যে তারাই আসল রাজা এবং রাণী, এবং তাদের বাইরে কিছুই নয়। আমি যে অবস্থানে আছি সেখানে আমাকে নিয়ে আসার জন্য আমি আমার দর্শকদের ধন্যবাদ জানাই।’
Sandipta Sen Pre wdding: 'আজ ঠোঁটের কোলাজ, থামাল কাজ', সন্দীপ্তা-সৌম্যর প্রিওয়েডিং ভিডিয়ো দেখেছেন?
গত বছরের তালিকায় শীর্ষে ছিলেন ধনুশ। ২০২২ সালের তালিকায় দক্ষিণের তারকাদের প্রাধান্য ছিল। যেমন, তালিকায় ছিলেন , জুনিয়র এনটিআর, রাম চরণ, সামান্থা রুথ প্রভু, আল্লু অর্জুন। এবছর বলি তারকারা সেই জায়গা ছিনিয়ে নিয়েছেন।