King Is Back’,দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরলেন ‘হিন্দুস্তান কি শান, শাহরুখ খান’। ‘পাঠান’ মুক্তির পর থেকে ভক্তদের উত্তেজনা যেন থামার নাম করছে না। প্রতিটি শো-ই প্রায় হাউজফুল। ইতিমধ্যেই বাড়ানো হয়েছে স্ক্রিন সংখ্যাও। তবুও সামাল দেওয়া যাচ্ছে না। তাই এবার চাহিদা মেটাতে মধ্যরাতেও শো রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষ। 'পাঠান' প্রথম দিনেই প্রায় ৫৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই সর্বাধিক স্ক্রিন কাউন্টের সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে পাঠান। প্রথম শোয়ের ঠিক পরেই, তড়িঘড়ি বাড়ানো হয়েছিল ৩০০ টি শো। এই মুহূর্তে বিশ্বব্যাপী পাঠানের মোট স্ক্রিন কাউন্ট ৮০০০। এর মধ্যে ভারতে ৫,৫০০ টি এবং বিদেশে ২,৫০০ টি স্ক্রিনে মুক্তি পেয়েছে পাঠান'। ৫.৬ লাখ অগ্রিম টিকিট বিকিয়ে মুক্তির আগেই রেকর্ড গড়েছে পাঠান। জানা যাচ্ছে, অগ্রিম বুকিং-য়ের নিরিখে KGF-2 কেও পিছনে ফেলে দিয়েছে শাহরুখের এই নতুন ছবি।