২২ তারিখ রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে গত কয়েক মাস ধরেই চলছে জোর প্রস্তুতি। ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চলছে প্রাক উদ্বোধন অনুষ্ঠান। এই মহাসমারোহে আমন্ত্রিত রাজনীতি , বিনোদন থেকে ক্রীড়া জগতের একাধিক তারকারা।
বলিউডের প্রথম সারির তারকারা থেকে সাউথের চিরঞ্জীবী আমন্ত্রণপত্র পৌঁছেছে সকলের কাছেই। দেখে নিন এক ঝলকে আমন্ত্রিত বলি সেলেবদের তালিকা। PTI সূত্রে খবর প্রায় ৫০০ জন হাইভোল্টেজ অতিথি এই অনুষ্ঠানে আমন্ত্রিত।
Special Bus Service: মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা, ভোর ৫টা থেকেই চলবে আটো
মন্দির উদ্বোধনে উপস্থিত থাকার কথা, রজনীকান্ত, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার রণবীর কাপুর আলিয়া ভাটদের। এছাড়াও ,চিরঞ্জীবী, মোহনলাল, অজয় দেবগন, হেমা মালিনী, প্রভাস, মাধুরী দীক্ষিত, সানি দেওলদের কাছে পৌঁছেছে আমন্ত্রণ পত্র। ২১ তারিখ সকালেই অযোধ্যা পৌঁছেছেন বলি ‘ক্যুইন’ কঙ্গনা রানাওয়াত। ‘রামায়ণ’ ধারাবাহিকখ্যাত তারকা অরুণ গোভিল, সুনীল লাহিড়ী, দীপিকা চিখালিয়া অযোধ্যা রাম মন্দির উদ্বোধনে যোগ দেবেন।