আজ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। এই দিনের গায়ে লেপ্টে রয়েছে সারা বিশ্বের নারী শ্রমিকদের অধিকার আদায়ের লড়াইয়ের ইতিহাস। ১৯০৮ সালে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক এবং অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (New York) রাস্তায় নেমেছিলেন ১৫,০০০ নারী শ্রমিক। সেই থেকেই ইতিহাসে জায়গা করে নেওয়া এই দিনের।
চলচ্চিত্রের ইতিহাসেও নারী কেন্দ্রিক এমন অসংখ্য ছবি মানুষের মনে দাগ কেটে গিয়েছে। একেকটা দৃশ্য বুঝিয়ে দিয়েছে, নারীদেরও আপন ভাগ্য জয় করবার অধিকার রয়েছে। রইল এমনই কিছু 'সিনেমা'র হৃদিশ৷
মিমি (২০২১):
পরিচালকঃ লক্ষ্মণ উতেকর
অভিনয়: কৃতি স্যানন, পঙ্কজ ত্রিপাঠি, সাই তামহাঙ্কর
মিমি, একটি ছোট শহরের একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেত্রীর গল্প। একজন সারোগেট মা হিসেবে তাঁর লড়াই ফুটে উঠেছে ছবিতে৷
পিঙ্ক (২০১৪):
পরিচালক- অনিরুদ্ধ রায় চৌধুরী
অভিনয় - অমিতাভ বচ্চন, তাপসী পান্নু, কীর্তি কুলহারি, বিজয় ভার্মা, অঙ্গদ বেদী
মৃণাল, যিনি একজন রাজনীতিকের ভাগ্নে দ্বারা শ্লীলতাহানির শিকার হন, তিনি তার বন্ধুদের সহায়তায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার চেষ্টা করেন। চলে অধিকারের লড়াই।
মার্দানি (২০১৪):
পরিচালকঃ প্রদীপ সরকার
অভিনয়: রানি মুখার্জি, তাহির রাজ ভাসিন, যীশু সেনগুপ্ত, সানন্দ ভার্মা, অবনীত কৌর
রানি একজন নির্ভীক সিনিয়র ইন্সপেক্টর শিবানী শিবাজি রায়ের ভূমিকায় অভিনয় করেন যিনি দিল্লি-ভিত্তিক একটি শিশু পাচারকারী কার্টেলকে উদঘাটন করতে কঠোর পরিশ্রম করেন।
কাহানি (২০১২):
২০১২ সালে মুক্তি পাওয়া সুজয় ঘোষের কাহিনি। এক নতুন অবতারে বিদ্যা বাদালকে দেখেছিল এই কলকাতা ও ভারতীয় সিনেমা।