ফের কি পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ খান ? বলিউডের ইতিউতি কান পাতলে এমন খবর শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে শাহরুখ-রাজকুমার জুটির পরবর্তী প্রজেক্টে বাদশার বিরুদ্ধে দেখা যেতে পারে দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভুকে। এমনটা দাবি করছে বলিউডের এক প্রথম সারির পত্রিকা।
ওই পত্রিকার খবর, ডানঙ্কির পরেই নাকি এই প্রজেক্টের ব্যাপারে রাজি হয়েছেন পরিচালক রাজকুমার হিরানি এবং শাহরুখ। দু জনেই তাঁদের ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন, ডানঙ্কির অভিজ্ঞতা ইতিবাচক। তাই নতুন করে রাজু-শাহরুখ জুটি কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
এমনিতে শাহরুখের পরবর্তী ছবি হিসাবে মুক্তির অপেক্ষায় রয়েছেন কিং। সুহানা খানের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান। এরমধ্যে সামনে এল রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখ খানের নতুন প্রজেক্টের কথা। যদি তা বাস্তবায়িত হয়, তাহলে বড়পর্দায় শাহরুখের বিপরীতে দেখা যাবে সামান্থা প্রভুকে।