২০০ কোটি টাকা আর্থিক তছরূপ মামলায় (200 crores extortion case) জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করল দিল্লির একটি আদালত । আর্থিক তছরূপ মামলায় ইডির (ED) তদন্ত পদ্ধতি ‘ভুয়ো’ এবং ‘অন্যের মদতপুষ্ট’ বলে অভিযোগ করেছিলেন জ্যাকলিন । সেইসঙ্গে দিল্লির ওই আদালতে অন্তর্বর্তী জামিনের জন্য আবাদেন করেন অভিনেত্রী । সোমবার, সেই জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত ।
সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরূপ মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিনের । অভিনেত্রীকে একাধিকবার ইডির জেরার সম্মুখীন হতে হয়েছে । গত মাসেই জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ইডি । ইডির জমা দেওয়া চার্জশিটে বলা হয়, সুকেশের অপরাধের ইতিহাস সম্পর্কে সবকিছু জানতেন জ্যাকলিন। এরপরও ভুয়ো গল্প ফেঁদে কয়েকশো কোটির আর্থিক প্রতারণার তদন্তকে বিপথে পরিচালিত করার চেষ্টা করেন অভিনেত্রী । এরপরই ইডির বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে আদালতে জামিনের আবেদন করেন জ্যাকলিন ।
আরও পড়ুন, Prosenjit Weds Rituparna : বিয়ের দিন পাকা, নভেম্বরেই চার হাত এক হচ্ছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার
যদিও, ইডির জেরায় অভিনেত্রী স্বীকার করেছেন, সুকেশের কাছ থেকে তিনি ৫টি দামি ঘড়ি, ২০টি মূল্যবান গয়না, ৬৫ জোড়া জুতো, ৪৭টি দামি পোশাক, ৩২টি ব্যাগ, ৪ টি হার্মিস ব্যাগ, ৯টি পেইন্টিং ও ভার্সাচির একটি ডিনার সেট উপহার হিসাবে পেয়েছিলেন । তদন্তকারীদের দাবি, জ্যাকলিনের ‘স্বপ্নের পুরুষ’ ছিলেন সুকেশ । তাঁকে বিয়েও করতে চেয়েছিলেন নায়িকা ।