সময়টা খুব একটা ভাল যাচ্ছে না বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের(Jacqueline Fernandez) । আর্থিক প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের(Sukesh Chandrasekhar) সঙ্গে নাম জড়িয়েছে তাঁর । নেট দুনিয়ায় প্রায়ই ভাইরাল হচ্ছে তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ছবি । সম্প্রতি, সেরকমই আরও একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়(Social Media) । এই পরিস্থিতিতে তাঁর অনুরাগী ও সংবাদমাধ্যমকে বিশেষ আবেদন জানালেন অভিনেত্রী ।
শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি বিবৃতি(Statement) প্রকাশ করেছেন জ্যাকলিন । সেখানেই তাঁর অনুরাগী(Fans) ও সংবাদমাধ্যমের(Media) বন্ধুদের অনুরোধ জানিয়ে লেখেন, ব্যক্তিগত জীবনে গোপনীয়তার স্বার্থে তাঁর ব্যক্তিগত ছবি যেন নেট দুনিয়ায় না ছড়ানো হয় ।
সেইসঙ্গে অভিনেত্রী জানান, খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি । তবে তাঁর আশা, খুব তাড়াতাড়িই আবার ঘুরে দাঁড়াবেন । এই পরিস্থিতি থেকে ঠিক বেরিয়ে আসবেন তিনি ।
২০০ কোটি টাকার আর্থিক প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর । তাঁর সঙ্গে নাম জড়ানোর পর বেশ কয়েকবার ইডির( Enforcement Directorate) দফতরে হাজিরা দিতে হয় জ্যাকলিনকে । সুকেশের সঙ্গে তাঁর কী সম্পর্ক ? কেনই বা সুকেশ দামী উপহার পাঠাত তাঁকে ? তা নিয়ে এখনও তদন্ত চলছে । শুধু জ্যাকলিন নয়, এই মামলায় নাম জড়িয়েছে নোরা ফতেহিরও(Nora Fatehi) ।