বলিউডে তিনিই যে কিং, তা আরও একবার প্রমাণ করে দিলেন শাহরুখ খান । বৃহস্পতিবার মাঝ রাত থেকেই দেশজুড়ে শুরু হয়েছিল জওয়ান ঝড় । তাঁর আঁচ লাগল বক্স অফিসেও । শহরে শহরে সেলিব্রেশন, উৎসবের মেজাজ । সব শো প্রায় হাউসফুল । বক্স অফিসে যে ধামাকার সঙ্গে এন্ট্রি হচ্ছে, তার আঁচ পাওয়া গিয়েছিল আগেই । জানা গিয়েছে, এখনও পর্যন্ত সবচেয়ে বড় হিন্দি 'ওপেনিং' হিসাবে জায়গা করে নিয়েছে জওয়ান । কত হল প্রথমদিনের কালেকশন, জেনে নেওয়া যাক ।
জানা গিয়েছে, জওয়ান ভারতে প্রথম দিনে সমস্ত ভাষায় মোট ৭৫ কোটি আয় করেছে । হিন্দিতে ৬৫ কোটি, তামিলে ৫ কোটি এবং তেলুগুতে ৫ কোটি আয় করেছে এই সিনেমা । বলিউডের ইতিহাসে এই প্রথম কোনও সিনেমা প্রথম দিনে এত অঙ্কের ব্যবসা করে নজির গড়ল । বিশ্বব্যাপীও সংগ্রহ বেশ ভাল এই হিন্দি ছবির । বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা জানিয়েছেন, জওয়ান বিশ্বব্যাপী ১৫০ কোটিরও বেশি ব্যবসা করেছে ।
'জওয়ান' ছবিতে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে নয়নতারা, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা এবং বিজয় সেতুপতিদের । প্রত্যেকের অভিনয়ই প্রশংসিত হচ্ছে । অন্যদিকে, ক্যামিও চরিত্রে অভিনয় করে মন জয় করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন ।