একের পর এক রেকর্ড ভাঙছে 'জওয়ান'। বক্সঅফিসে প্রথম দিনেই ৬ দিনেই বিশ্বজুড়ে সাড়ে ৬৫০ কোটি টাকা তুলে নিয়েছে। এবার 'জওয়ান' ছবির গান 'ছালেয়া' নতুন রেকর্ড গড়েছে। এবার স্পটিফাই ইন্ডিয়াতে রোমান্টিক নম্বর হিসেবে রেকর্ড গড়ল 'ছাল্লেয়া'। গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও।
জানা গিয়েছে, ১১ সেপ্টেম্বর পর্যন্ত গানটি স্পটিফাই ইন্ডিয়াতে ২০ লক্ষ বার বাজানো হয়েছে। গোটা দেশের তালিকায় গানটি এক নম্বরে উঠে এসেছে। ১২ সেপ্টেম্বর এই সংখ্যাটি ২৩ লক্ষ, তারপরের দিন ২৪ লক্ষতে গিয়ে পৌঁছেছে। গ্লোবাল রেটিংয়ে ২৭তম স্থান নিশ্চিত করে ফেলেছে 'ছাল্লেয়া'।
স্পটিফাই ইন্ডিয়াতে এক নম্বরে আছে ,কিংয়ের 'মান মেরি জান' সর্বকালীন রেকর্ড গড়েছে। এরপরই আছে 'শেরশাহ' ছবির 'রাতে লম্বিয়া।' তিন নম্বরে এপি ঢিল্লানের 'এক্সকিউজেস'।