বড় পর্দায় শাহরুখ খানের ছবি আসছে , আর ধামাকা হবে না তাই কখনও হয়? পাঠানের আগে ‘গুরু’র ফেরার অপেক্ষায় গত ৪বছর দিন গুনে ছিলেন ভক্তরা। তার রেশই পড়ল অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও। 'জওয়ান' প্রথম দিনের অগ্রিম বুকিংয়ে ৭ লক্ষ টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন , ফিল্ম বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালন। তিনি আরও জানান, ৭ সেপ্টেম্বর মুক্তির আগেই এই ছবি ২০ কোটি টাকা ঘরে তুলে ফেলেছে কেবল মাত্র অগ্রিম বুকিংয়ের নিরিখেই।
শুধু তাই নয়, কলকাতায় ছবিটি সকাল ৫টায় প্রদর্শিত হবে এবং রায়গঞ্জে এটি রাত আড়াইটেতেও প্রদর্শিত হবে। শহরের এক মাল্টিপ্লেক্সে শাহরুখ খানের জওয়ান দেখানো হবে ভোর পাঁচটার প্রথম শোয়ে। যা নজিরবিহীন বলেই এখন থেকে দাবি ওয়াকিবহাল মহলের।
Jawan in Kolkata : পর্দা উঠবে ভোর পাঁচটায় ! কলকাতায় শুভমুক্তি জওয়ানের
উল্লেখ্য, 'জওয়ান' -এ শাহরুখ ভিলেন নাকি হিরো, সিনেমার প্রিভিউ প্রকাশ্যে আসার পর এমন প্রশ্নই বারবার উঠেছে । জানা গিয়েছিল, 'জওয়ান'-এ দ্বৈত ভূমিকা রয়েছে তাঁর । ট্রেলার প্রকাশ্যে আসতেই বিষয়টা কিছুটা স্পষ্ট হল । বোঝা গেল, বাবা-ছেলে, একইসঙ্গে দুই ভূমিকাতেই দেখা মিলবে কিং খানের ।