শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘জওয়ান’ এর প্রথম গান প্রকাশ্যে। রিলিজ হওয়ার পর মানুষের মুখে মুখে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই গান। ‘জিন্দা বান্দা’ (Zinda Banda) গানটি গেয়েছেন এবং সুর করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন। গানটির কথা লিখেছেন ইরশাদ কামিল। সারা দেশ থেকে প্রায় ১০০০ জন নৃত্যশিল্পী নেচেছেন শাহরুখের পিছনে। পয়লা ঝলকেই বাদশাকে দেখে কাবু সিনেপ্রেমীরা। প্রায় ১৫ কোটি টাকা খরচ করা হয়েছে শুধুমাত্র এই গানের শ্যুটিং-এই।
জিন্দা বান্দা গানটি হিন্দি ছাড়াও, তামিল এবং তেলেগু ভাষায়ও প্রকাশ পেয়েছে , যথাক্রমে 'ভান্দা এদম' এবং 'ধুম্মে ধুলিপেলা' শিরোনামে। গান রিলিজের আগে শাহরুখ অবশ্য বারেলভি সাহেবের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে ক্ষমা চেয়েছেন তাঁর শায়েরির লিরিক্স কাটাছেঁড়া করার জন্য।
Trina Saha-Sohini Sarkar: 'যার ক্ষমতা বেশি, তাঁর পাল্লা ভারী', জিলিপি খেতে খেতে সোহিনীকেই ঠুকলেন তৃণা?
উল্লেখ্য, আগামী ৭ জুন মুক্তি পাচ্ছে অ্যাটলি কুমার পরিচালিত ও গৌরী খান প্রযোজিত রেড চিলিজ এন্টারটেনমেন্টের স্বপ্নের প্রোজেক্ট 'জওয়ান'।