সে কী আর আজকের কথা। তাও নয় নয় করে পিছিয়ে যেতে হয় দু দশক ও তারও বেশি সময় আগে। অঞ্জলী আর রাহুলের বন্ধুত্ব ছিল সবার মুখে। কারণ, রাহুল কী করতে পারে, তা জানত অঞ্জলী। আর অঞ্জলীর মনের কথা পরে হলেও বুঝতে পেরেছিল রাহুল। আজ রাহুলের জন্মদিন। আর বন্ধু অঞ্জলী তাঁকে শুভেচ্ছা জানাবে না, তা আবার হয় নাকী। তবে দু জনই আজ বড় হয়ে গিয়েছে । অনেকটা বড় হয়ে গিয়েছে। তবুও ক্যালেন্ডারের পাতায় দোসরা নভেম্বর আসলে রাহুলকে শুভেচ্ছায় ভরিয়ে দেন অঞ্জলী । এবারও লিখলেন, বড় রাহুলের জন্মদিনে অনেক শুভেচ্ছা বড় হয়ে ওঠা অঞ্জলীর । হ্যাঁ ঠিকই এ ভাবেই শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কাজল।
তাঁদের জুটিকে বলিউডে বলা হয় সাবলাইন কেমিস্ট্রি। ডিডিএলজে, কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গম, মাই নেম ইজ খান... প্রতি ছবিতে তাঁদের থেকে .চোখ ফেরানোই মুশকিল। ব্য়ক্তিগত জীবনেও শাহরুখের খুব কাছের বন্ধু কাজল । কিং খানের জন্মদিনে যখন শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী থেকে অনুরাগী , তখন কাজলের থেকেও এসেছে 'বন্ধু' শাহরুখের জন্য শুভেচ্ছাবার্তা ।
কাজল ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছেন । লিখেছেন,জন্মদিনের শুভেচ্ছা বড় হয়ে ওঠা অঞ্জলির তরফে বড় হয়ে ওঠা রাহুলকে । 'কুছ কুছ হোতা হ্যায়'সিনেমায় শাহরুখ তখন হয়তো ৩০-এর কোঠায় । কাজলও তাই । ২৪ বছর পর সিনেমার রাহুল-অঞ্জলির বয়স যে বেড়েছে,সেটাই কিছুটা মজার ছলে বললেন কাজল । একটু অন্যরকমভাবে শাহরুখকে শুভেচ্ছা জানালেন 'অঞ্জলি'।
শাহরুখের সবথেকে বড় হিট ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। শাহরুখ-কাজলের এই হিট ছবি ২৭ বছর পর শাহরুখের জন্মদিনে দেখানো হল দেশজুড়ে মাল্টিপ্লেক্সগুলোতে । কলকাতার একাধিক মাল্টিপ্লেক্সেও দেখানো হচ্ছে ডিডিএলজে । ২৭ বছর পরেও মাল্টিপ্লেক্সের সব শো হাউজফুল । এখন যেখানে একটি শো হাউজফুল করতেই মাথার চুল ছিঁড়ে ফেলতে হচ্ছে হল মালিকদের, সেখানে একদিনের জন্য হলেও তাঁদের ভরসা হয়ে উঠলেন সেই চিরাচরিত শাহরুখ খান ।