নাগ অশ্বীন পরিচালিত ‘প্রজেক্ট কে’ নিয়ে বড় আপডেট দিল নির্মাতারা। প্রথম থেকেই চোখ ধাঁধানো ছিল ছবির কাস্ট। দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন , প্রভাসের পর জুড়ল আরও এক নাম। দক্ষিণী সুপারস্টার কমল হাসানকেও দেখা যাবে ছবিতে।গ্রেফতার ছবির পর বিগবির সঙ্গে প্রায় ৩৮ বছর পর দেখা যাবে দক্ষিণী সুপারস্টারকে। মোটা অঙ্কের টাকা পারিশ্রমিকে রাজি হয়েছেন কমল। এই ধামাকাদার কাস্ট ছবিতে রাখতে তাতেই রাজিও হয়ে গিয়েছেন নির্মাতারা।
Mental-Nusrat-Yash: যশ এবার 'মেন্টাল', নতুন প্রযোজনা সংস্থার প্রথম ছবির ঘোষণা করলেন নুসরত জাহান
জানা গিয়েছে, ৫০০ কোটি বাজেটের এই সিনেমার জন্য একই ১৫০ কোটি টাকা চেয়েছেন কমল হাসান। প্রভাস দীপিকার এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে বিনোদন জগতে। সিনেমার ৭০% শ্যুটিং ইতিমিধ্যেই হয়ে গিয়েছে। ছবি মুক্তি পাবে ২০২৪ সালের ১২ জানুয়ারি।