টলিউডের পর, এবার বলিউডেও তৈরি হচ্ছে 'নটী বিনোদিনী'-র বায়োপিক । পরিচালনায় একজন বাঙালি পরিচালক । প্রদীপ সরকারের পরিচালনায় হিন্দিতে তৈরি হচ্ছে এই সিনেমা । টলিউডে তো বিনোদিনী হয়েছেন রুক্মিণী । আর বলিউডে নটীর চরিত্রে কাকে বেছে নিয়েছেন প্রদীপ সরকার ? জানা গিয়েছে, হিন্দিতে বিনোদিনী হচ্ছেন কঙ্গনা রানাওয়াত ।
নটীর চরিত্রে অভিনয় করা নিয়ে খুব উচ্ছ্বসিত কঙ্গনা । তিনি এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, পরিচালক প্রদীপ সরকারের সঙ্গে বহুদিন ধরে কাজ করার ইচ্ছে ছিল তাঁর । তার উপর এমন এক ঐতিহাসিক চরিত্র। সব মিলিয়ে এই ছবিতে অভিনয় করার জন্য মুখিয়ে আছেন তিনি । বলিউডে এর আগে, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ, জয়ললিতা, ইন্দিরা গান্ধীর মতো চরিত্রে অভিনয় করেছেন । এবার আরও একটা চ্যালেঞ্জ নিতে তৈরি কঙ্গনা ।
কঙ্গনা রানাউত নিয়ে বিতর্ক কিছু কম নয় । তবে, অভিনয়ের দক্ষতা যে কতটা, তা তিনি বারবার প্রমাণ করেছেন 'ইমার্জেন্সি', ‘মণিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি’-এর মতো সিনেমায় । শুধু অভিনয় নয়, পরিচালনাতেও হাত পাকিয়েছেন কঙ্গনা । ফের নতুন অবতারে কঙ্গনাকে দেখার জন্য় মুখিয়ে আছেন তাঁর অনুরাগীরা ।