ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসবে কানু বহালের ছবি 'আগ্রা'র ওয়ার্ল্ড প্রিমিয়ারে সারা বিশ্বের কাছে দেশের জয়জয়াকার। চলতি বছর ডিরেক্টরস ফোর্টনাইন বিভাগে প্রিমিয়ার হওয়া একমাত্র ভারতীয় ছবি আগ্রা, যা ৫ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন অর্জন করেছে। সারেগামার ব্যানারের এই ছবি বিশ্বের দরবারে মাথা উঁচু করেছে ভারতীয় চলচ্চিত্রের।
Sandhyatara Serial: উইকেন্ডে সুখবর, নতুন ধারাবাহিক 'সন্ধ্যাতারা'য় ফিরছেন অন্বেষা, বিপরীতে একদম নতুন মুখ
প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সহ-লেখক ও পরিচালক কানু, অভিনেতা প্রিয়াঙ্কা বোস, মোহিত আগরওয়াল, প্রযোজক সিদ্ধার্থ আনন্দ কুমার, সাহিল শর্মা এবং উইলিয়াম জেহানিন। ওয়ার্ল্ড প্রিমিয়ারের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ‘আগ্রা’ টিম। বিশ্বের কাছে এই সম্মান উষ্ণতা পেয়ে উচ্ছ্বসিত ছবির কলাকুশলীরা। আগ্রার গল্প এগিয়েছে একজন যৌন নিপীড়িত যুবককে কেন্দ্র করে। ২৫ বছরের এই চরিত্রের নাম গুরু।