কমেডি কিং কপিল শর্মার (Kapil Sharma) অনুরাগীদের জন্য সুখবর । বড়পর্দায় আসছে কপিল শর্মার বায়োপিক (Biopic) । রাজনৈতিক ব্যক্তিত্ব, খেলোয়াড়দের পর এই প্রথম কোনও কমেডিয়ানের বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে (Bollywood) ।
'কমেডি কিং'-এর বায়োপিক তৈরির কথা ঘোষণা করেছেন প্রযোজক মহাবীর জৈন (Mahavir Jain) । ছবির নাম 'ফানকার' (Funkaar) । ছবির পরিচালক মৃগদীপ সিং লাম্বা । এর আগে 'ফুকরে' (Fukre)-এর পরিচালনা করেছিলেন তিনি ।
এই মুহূর্তে 'ফুকরে থ্রি' (Fukre 3) -এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন পরিচালক মৃগদীপ । তিনি বলেন, 'ভারতের সবচেয়ে প্রিয় ফানকার (শিল্পী) কপিল শর্মার গল্প দর্শকদের সামনে নিয়ে আসার অপেক্ষায় আছি । '
অন্যদিকে, মহাবীর জৈন বলেন, ' লক্ষ লক্ষ লোক রোজ ডোপামিন ডোস পান কপিলের জন্য। আমাদের প্রত্যেকের জীবনেই ভালবাসা, হাস্যরসের প্রয়োজন হয় । কপিলের জীবনে নানা অজানা গল্প বড়পর্দায় আনার সুযোগ পেয়ে আমরা সত্যিই গর্বিত ।'
আরও পড়ুন, Bollywood: আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন ফারহান আখতার, পাত্রী দীর্ঘদিনের বান্ধবী শিবানী দান্ডেকর
ফিল্ম সমালোচক তরণ আদর্শও বায়োপিক তৈরির কথা ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ায় । তবে, ছবিতে নিজের নাম চরিত্রে কপিলই অভিনয় করবেন নাকি অন্য কেউ, তা নিয়ে জল্পনা রয়েই গেছে।
'দ্য কপিল শর্মা শো' খুবই জনপ্রিয় । এই শো-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করে আসছেন তিনি । অন্যদিকে, খুব তাড়াতাড়িই ওটিটি (OTT) প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) আসছে তাঁর প্রথম কমেডি শো 'আই এম নট ডন ইয়েট' (I am not done yet) । ২৮ জানুয়ারি থেকে দেখা যেতে পারে এই শোটি ।