সুনীল গ্রোভার এবং কপিল শর্মা, তাঁরা একসঙ্গে পর্দায় মানেই হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড় হয়। বেশ কিছুদিন মনোমালিন্যের জেরে দূরত্ব বেড়েছিল দুই ‘হাসির রাজা’র মধ্যে। কিন্তু এবার আন্দাজ তা মিটে গিয়েছে। Netflix ইন্ডিয়ার একটি শো-তে দুই কৌতুক অভিনেতাকেই ফের একসঙ্গে দেখা যাবে।
সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে এমনটাই জানিয়েছেন তাঁরা। কপিল শর্মা এবং সুনীল গ্রোভার ছাড়াও অর্চনা পুরান সিং, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা এবং রাজীব ঠাকুরও থাকছেন।
Sandipta Sen Engagement: 'মন একে একে দুই...' ভালবাসার মরসুমে আংটি বদল, এখন থেকে 'এনগেজড' সন্দীপ্তা
ভিডিওর শুরুতেই কপিলকে বলতে শোনা যায়, ‘হাই বন্ধুরা, আমি কপিল শর্মা।’ সুনীলও ফ্রেমে ঢুকে বলেন, ‘আমি কে তা তো জানেনই’, তারপরই জানা যায় তাঁরা আসছেন নেটফ্লিক্সে। ১৯০টিরও বেশি দেশে একসঙ্গে ঘুরবেন দুজনে।