প্রথমে শোনা গিয়েছিল কাঁচি চলেছে। কিন্তু মুক্তির দিন রকি অউর রানি দেখতে হবে অবাক হলেন দর্শকরা। আলিয়ার মুখে শোনা গেল খেলা হবে সংলাপ। আর রবীন্দ্রনাথকে দাদাজি বলতে শোনা গেল রণভীরকে। অথচ এই দুটি দৃশ্য বাদ দিয়েই করণ জোহরের নতুন ছবি মুক্তির কথা ছিল। তাহলে কী হল ?
সম্প্রতি কলকাতায় ছবি প্রচারে এসে রণভীর এবং আলিয়া দু জনেই জানিয়েছিলেন, ছবিতে সেন্সর করা হচ্ছে। তাতে চিত্রনাট্যের কোনও অসুবিধা হবে না বলেও দাবি করেছিলেন তাঁরা। কিন্তু মুক্তির পর দেখা গেল তিন ঘণ্টা আট মিনিটের এই ছবি একেবারেই অটুট। তাহলে করণ জোহরের ছবিতে কেন কাঁচি চলল না, তা নিয়ে এখনও প্রশ্ন।
এদিকে, বক্স অফিসের প্রথম দিনে ভালই ব্যবসা করল রকি অউর রানি। অগ্রিম বুকিং এমনিতে এই ছবিকে এগিয়ে রেখেছিল। তারপর শুক্র, শনি এবং রবিবারও ভাল ব্যবসা দিচ্ছে বলেও আগাম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এই ছবি কেমন হল, তা নিয়ে মিশ্র মত দর্শকদের। এই ছবিতে প্রাপ্তি বলতে ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমি।