নেটফ্লিক্সের (Netflix India) মাধ্যমে ওটিটিতে (OTT) ডেবিউ করতে চলেছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) । জাপানি লেখক কেইগো হিগাসিনো-র ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’-র বলিউড ভার্সন আসছে নেটফ্লিক্সে । পরিচালনা করছেন সুজয় ঘোষ (Sujoy Ghosh) । করিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জয়দীপ আহলাওয়াত ও বিজয় বর্মা ।
নেটফ্লিক্স ইন্ডিয়া-র তরফে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানানো হয়েছে । তারা জানিয়েছে, আপনাদের জন্য ভাল খবর রয়েছে । নেটফ্লিক্সে একটি থ্রিলড সিনেমায় জয়দীপ আহলাওয়াত ও বিজয় বর্মার সঙ্গে দেখা যাবে করিনাকে । পরিচালক সুজয় ঘোষ । অন্যদিকে, করিনা কাপুর খানও নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে এই খবর শেয়ার করেছেন । ক্যাপশনে লিখেছেন,নতুন যাত্রা শুরু হয়ে গেল ।
আরও পড়ুন, The Kashmir Files : 'দ্য কাশ্মীর ফাইলস'-এর ভূয়সী প্রশংসা নরেন্দ্র মোদীর, রেটিং কমালো আইএমডিবি
পাশাপাশি, লাল সিং চাড্ডা সিনেমায় আমির খানের বিপরীতে দেখা যাবে করিনাকে । বহুদিন থেকেই মুক্তির অপেক্ষায় রয়েছে এই সিনেমা ।